সেকেন্ট মিনিট দিন মাস বছর এই সবকিছুরই নাম রাখল মনুষে, এর মাঝে আবার শুভ অশুভ দিনের ধারনা ও মানুষেরই। নিয়ম বানায় নিয়ম ভাংগে মানুষেই আবার আফসুস ও করে কেন নিয়ম ভাংলাম বলে। প্রেম ভালবাসা পবিত্র বলে আবার অপবিত্র ও করে এই মানুষই . আজ যাকে ভালবাসে কাল তাকে বিষ খাওয়াইয়া মারে এই মানুষই। এই মানুষের জন্য আইন লাগে ধর্ম কাপর লাগে পশুদের তা লাগেনা বাঘ কখনো নাবালক বাঘের বাচ্চাকে ধর্ষণ করেনা
। আবার এই মানুষই নিজেদের আশরাফুল মাখলুকাত বলে নিজেদের সেরা জিব বলে দাবি করে। ভাল কিছু ঘটলে তার কৃতিত্ত দেয় কোন এক অজানা সৃষ্টিকরতা কে , আর খারাপ কিছু ঘটলে তার দায় চাপায় অদৃশ্য এক শতানের কাধে । মানুষ বড়ই বিষাক্ত ।
No comments:
Post a Comment